ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মারাত্মক অসুস্থতার গুজব উড়িয়ে ফিরে আসছেন শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ২৭, ২০১১
মারাত্মক অসুস্থতার গুজব উড়িয়ে ফিরে আসছেন শ্যাভেজ

কারাকাস: মারাত্মক অসুস্থতার গুজব উড়িয়ে ফিরে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। টানা দুই সপ্তাহ দেশের জনগণের সামনে না আসার কারণেই এই গুজবের সৃষ্টি হয়েছিল বলে জানা যায়।



ভেনেজুয়েলার কর্তৃপক্ষ দাবি করছেন যে, ‘হুগো শ্যাভেজের মেরুদন্ডের নিচের দিকে হওয়া ফোড়াটি কিউবাতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। ’ এই তথ্য ছাড়া ভেনেজুয়েলা কর্তৃপক্ষ আর কোনো তথ্য দেয়নি।

হুগো শ্যাভেজের মেরুদন্ডে ফোড়া অপারেশনের দুই দিন পরে হুগো শ্যাভেজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ফোনে জনগণের উদ্দেশ্যে কথা বলেন। কিন্তু এই বক্তব্যের পর শ্যাভেজের দীর্ঘ অনুপস্থিতি তার সমর্থকদের মনে ভীতির সঞ্চার করে।

‘এদিকে কিউবায় চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের অবস্থা গুরুতর। দুই সপ্তাহ আগে তাঁর শরীরে জরুরি অস্ত্রোপচার হয়। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি ভিত্তিক পত্রিকা এল নুয়েভো হেরাল্ড এ খবর প্রচার করে। ’

যদিও ৫৬ বছর বয়সী এই নেতা সামাজিক সাইট টুইটারে দেয়া এক ক্ষুদে বার্তায় তার শরীর ভালো আছে এবং তিনি দ্রুত আরোগ্য লাভ করছেন বলে জানান। ’

টুইট বার্তায় তিনি আরও বলেন,‘অস্ত্রোপচারের পর এখন আমি ভালো আছি। ’

প্রসঙ্গত, হুগো শ্যাভেজ নিয়মিত সামাজিক সাইট টুইটারে বার্তা দেন।

হুগো শ্যাভেজের অনুপস্থিতিতে দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস জুয়া পরবর্তী ৯০ দিন পর্যন্ত দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

আর যদি হুগো শ্যাভেজ মারা যান অথবা পদত্যাগ করেন তাহলে ইলিয়াস জুয়া শ্যাভেজের ক্ষমতার বাকী ছয় বছর দেশ শাসন করবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৭ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।