ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান থেকে ব্রিটিশ সেনা প্রশিক্ষকদের প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২৭, ২০১১
পাকিস্তান থেকে ব্রিটিশ সেনা প্রশিক্ষকদের প্রত্যাহার

ইসলামাবাদ: পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করা ব্রিটিশ সেনা প্রশিক্ষকদের প্রত্যাহার করে নেয়া হয়েছে। পাকিস্তান সরকারের অনুরোধেই তাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে।



প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিরাপত্তার উদ্বেগ থেকেই এটা করা হয়েছে। এতে আরো বলা হয়, তবে এই প্রত্যাহার সাময়িক।      

এই ব্রিটিশ প্রশিক্ষকদের সংখ্যা ২০ জন বলে ধারণা হচ্ছে। এরা সীমান্তের আধা সামরিক বাহিনীকে (প্যারামিলিশিয়া) প্রশিক্ষণ দিতো। এই প্যারামিলিশিয়া বাহিনী  তালেবান এবং আল-কায়েদা বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে লড়ত।

একজন মুখপাত্র জানান, নিরাপত্তার কারণে যুক্তরাজ্যকে অনুরোধ করা হয়েছিল প্রশিক্ষণ দলের কিছু সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করে নিতে। তিনি আরো বলেন, ‘আমরা পাকিস্তান সরকারের অনুরোধেই তাদের বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকি। কাজেই প্রশিক্ষণ কর্মীদেরকে  প্রত্যাহার করে নেয়ার অনুরোধ আমরা স্বাগত জানাই। এই প্রশিক্ষণ বাহিনী তাদের নিজস্ব প্রশিক্ষণ চালিয়ে যাবে এবং পরে অগ্রাধিকার ভিত্তিতে আবার নিয়োগ পাবে। ’

এর আগে যুক্তরাষ্ট্র একশোরও বেশি সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে নিয়েছিল।

বিবিসির অরলা জুয়েরিন ইসলামাবাদ থেকে জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে ২মে আল- কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই পাকিস্তান এবং পশ্চিমাবাহিনীর মিত্রদের মধ্যে টানাপোড়ন চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১১  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।