ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে কামান দাগালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
সীমান্তে কামান দাগালো উত্তর কোরিয়া

ঢাকা: সামরিক মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তের খুব কাছাকাছি এলাকায় কয়েক দফায় কামান দাগিয়েছে উত্তর কোরিয়া।

শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উত্তর কোরিয়া কামানের গোলা ছোড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র।

এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ২০ মিনিট) কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে জাংসাঙ্গত সেনাঘাঁটি থেকে গোলাগুলো ছোড়া হয়। এ সমুদ্র উপকূল নিয়ে দুই কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

উত্তর কোরিয়ার এমন কাণ্ডে হাইড্রোজেন বোমার পরীক্ষা ও রকেট উৎক্ষেপণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগের দিনই সিউল ঘোষণা দেয়, আসছে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া করতে যাচ্ছে তাদের সেনারা। ধারণা করা হচ্ছে, সিউলের এ ঘোষণার জবাবেই কামান দাগিয়ে হুঙ্কার ছাড়লো পিয়ংইয়ং।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।