ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাপল বয়কটের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
অ্যাপল বয়কটের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাপল ইনকরপোরেশনের সব ধরনের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনের দৌড়ে থাকা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলিনার পাওলেস দ্বীপে প্রচারণার সময় তিনি এ আহ্বান জানান।



যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার সান বার্নাডিনোয় নির্বিচারে গুলির ঘটনায় হত্যাকারী দম্পতির মোবাইল ফোন আন-লক করার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত প্রযুক্তি প্রতিষ্ঠানটি সরকারকে সহায়তা না করবে, ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানটির সব পণ্য বয়কটের আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, অ্যাপল যতক্ষণ তথ্য না দিচ্ছে, ততক্ষণ তার পণ্য বয়কট করুন।

গত বছরের ২ ডিসেম্বর সান বার্নাডিনোয় এক সাপ্তাহিক ছুটির দিনের পার্টিতে নির্বিচারে গুলি চালান রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক দম্পতি। এ ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত হন। ওই দম্পতির ব্যাপারে আরও জানতে সরকার অ্যাপলের কাছে তথ্য চাইলে অ্যাপল তাদের আইফোন আন-লক করতে অস্বীকৃতি জানায়।

এরপর মার্কিন বিচার বিভাগ জোরপূর্বক প্রতিষ্ঠানটির কাছ থেকে তথ্য নিতে উদ্যোগ নেয়। এর পরপরই ট্রাম্প এ আহ্বান জানালেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।