ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে জোট থেকে বেরিয়ে গেছে এমকিউএম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১১
পাকিস্তানে জোট থেকে বেরিয়ে গেছে এমকিউএম

করাচী: পাকিস্তানের ক্ষমতাসীন জোটের অন্যতম প্রধান শরীক সোমবার জানিয়েছে তারা সরকার থেকে পদত্যাগ করেছে। ক্ষমতাসীন পিপলস পার্টির ‘স্বৈরতান্ত্রিক’  এবং ‘নিষ্ঠুর’ আচরণের প্রতিবাদেই তাদের এই পদত্যাগ বলে শরীক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) জানিয়েছে।

 

সংসদে দলটির ২০৭ টি আসন রয়েছে।

পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তা ফারুক সাত্তার সাংবাদিকদের জানান, দলের নেতৃত্ব এবং কর্মীরা একমত হয়েছে যে, পিপলস পার্টির সঙ্গে গণতান্ত্রিকভাবে কাজকর্ম চালিয়ে যাওয়া কঠিন।    

তিনি আরো জানান, এমকিউএম এখন যুক্তরাষ্ট্রীয় এবং প্রাদেশিক সংসদে বিরোধী দলের আসনে বসবে। সাত্তার অভিযোগ করেন পিপিপি শক্তি প্রয়োগ করে কাশ্মীরের নির্বাচন  থেকে এমকিউএমকে বাদ দিয়েছে।

সাত্তার বলেন, এটা তড়িঘড়ি কোন সিদ্ধান্ত নয়। আমাদের পতদ্যাগপত্র প্রস্তুত এবং শীঘ্রই আমরা তা কর্তৃপক্ষের কাছে পাঠাবো।      

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাসীন জোট থেকে এমকিউএম-এর বিদায় সেনাবাহিনীকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করবে।

উল্লেখ্য, এমকিউএম-এর এটা এ বছরের মধ্যে দ্বিতীয় বারের মত ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়া। এর আগে জানুয়ারিতে জোট থেকে বেরিয়ে গিয়েছিল দলটি।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।