ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মৌমাছির আক্রমণে চারটি ঘোড়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১১
মৌমাছির আক্রমণে চারটি ঘোড়ার মৃত্যু

নিউজার্সি: ক্ষুব্ধ মৌমাছির আক্রমনে প্রাণ হারালো চারটি ঘোড়া। এদের মধ্যে দুইটি ঘোড়া পানিতে ডুবে এবং অন্য দুইটি হার্ট এ্যাটাকে মারা যায়।



যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পূর্ব সাসেক্স এলাকার নাটলি শহরে এ ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে, মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়ে পালানোর সময় দুইটি ঘোড়া হার্ট এ্যাটাকে মারা যায় এবং অপর দুইটি পুকুরের পানিতে ডুবে মারা যায়।

ঘোড়াগুলোর বয়স ছিল দুই থেকে বিশ বছরের মধ্যে।

ঘোড়াগুলোকে মৌমাছির চাকের পাশ্ববর্তী একটি মাঠে রাখা হয়েছিল। ঘোড়াগুলোর মধ্যে সবচেয়ে ছোট ঘোড়াটি লাফ দেওয়ার সময় মৌমাছির চাকের ওপর আঘাত লাগলে তারা ক্ষিপ্ত হয়ে ঘোড়াগুলোর ওপর আক্রমণ করে।

এসময় একটি ঘোড়া ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ঘোড়াগুলো পরবর্তীতে মারা যায়।

মৃত ঘোড়াগুলোর মালিক আনা গেরার্ড একে অপ্রীতিকর ঘটনা হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘একটি ঘোড়া হাড়ানোই যেখানে কষ্টদায়ক সেখানে চারটি ঘোড়া হারানো আমার জন্যে খুবই হৃদয় বিদারক। ’

তিনি আরও বলেন, ‘অবশ্যই এ মৌমাছিগুলো ছিল অভিশপ্ত। এটা একটি লোমহর্ষক আক্রমণ। ’

এ আক্রমনকে কেন্দ্র করে মৌমাছি পালক কলিন টার্নারকে ডাকা হলে তিনি বলেন, ‘বছরের এ সময়ে মৌমাছি চাক তৈরি করবে এটা একটি প্রাকৃতিক ঘটনা। আমি নিশ্চিত শুধু আমিই একমাত্র মৌমাছি পালক নয় যে মার্চ থেকে চাক সংগ্রহ শুরু করেছি কোন প্রকার অনুচিত  মনোযোগ আকর্ষন বা ভীতির কারণ ছাড়াই। ’

প্রায় দুই বছর ধরে এখানে মৌমাছি চাষ করছেন এবং কোন সময় সমস্যা হচ্ছেনা জানিয়েও তিনি বলেন, ‘আমার প্রায় নয়টি মৌমাছির চাক বেড়া দেয়া মাঠের ভেতরে ছিল বরংচ ঘোড়াগুলোকেই অসচেতন ভাবে রাখা হয়েছিল। ’

স্থানীয় মৌমাছি পালক সংঘ এ ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে জানায়, ‘মৌমাছিরা সম্ভবত ঘোড়াদের গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘোড়াগুলোকে অন্তত এক মাঠ দূরে রাখা উচিত ছিল।

মৌমাছিগুলোকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নাটলির পুলিশ সার্জেন্ট একে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ সময় ২০০৫, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।