ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালের রাজপ্রাসাদের নিচে যক্ষের ধন

আন্তর্র্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০১১
নেপালের রাজপ্রাসাদের নিচে যক্ষের ধন

কাঠমান্ডু: নেপালের সাবেক এক রাজপ্রাসাদের নিচ থেকে বিপুল পরিমাণ গুপ্তধন পাওয়া গেছে বলে জানিয়েছে নেপাল সরকার।

মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর সাবেক এই রাজপ্রাসাদের নিচ থেকে বিপুল পরিমান স্বর্ণ এবং রৌপ্য অলংকার উদ্ধার করা হয়।



প্রাপ্ত গুপ্তধন প্রায় ৫০০ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ১৬তম শতাব্দীতে নির্মিত হনুমান ধোকা নামের একটি রাজপ্রাসাদের নিচের গোপন কুঠুরিতে গুপ্তধনগুলো লুকোনো অবস্থায় ছিলো বলে জানায় নেপালের সংস্কৃতি মন্ত্রনালয়ের এক মুখপাত্র।

‘গুপ্তধনের মধ্যে কিছু মুদ্রা ও অলংকারের গায়ে হিন্দু দেব-দেবীর চিত্র অঙ্কিত আছে বলে জানায় ঝালকৃষ্ণ শ্রেষ্ঠ নামের একজন। ’

ঠিক কি পরিমান গুপ্তধন পাওয়া গেছে তা তাৎক্ষনিকভাবে নিরুপন না করা হলেও প্রায় ৩০০ কিলোগ্রামের মতো গুপ্তধন পাওয়া গেছে ওই গোপন কুঠুরিতে বলেও জানায় সংস্কৃতি মন্ত্রনালয়ের ওই মুখপাত্র।

হনুমান ধোকা রাজপ্রাসাদটি বিশ্ব বিশ্বের অনেকগুলো দর্শনীয় স্থানের মধ্যে একটি।

নেপালের সংস্কারে আমরা এরকম আরও অনেক গুপ্তধান পাবার আশা রাখি বলেও জানালেন ওই মুখপাত্র।
 
নেপালের সরকার দ্ইু মাস আগে ধ্বংসপ্রায় প্রাসাদ পুনরুদ্ধার প্রকল্প চালু করে। ৪৫ লাখ রুপির এই প্রকল্পটির কাজ শেষ হবে আগামী সেপ্টেম্বরে।

১৯ শতকের শেষ পর্যন্ত এই রাজপ্রাসাদে রাজণ্যবর্গরা থাকতেন। বর্তমানে এটি একটি জাদুঘর।

২০০১ সালে রাজপরিবারে এক দুর্ঘটনার মধ্য দিয়ে রাজা জ্ঞানেন্দ্র নেপালের রাজ্য ক্ষমতায় আসে। সাবেক রাজা জ্ঞানেন্দ্র ২০০৮ সালে নেপালে মাওবাদীদের বিদ্রোহের মুখে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। দীর্ঘ এক দশকের লড়াই সংগ্রামের পর মাওবাদীরা হিন্দু রাজতন্ত্রকে সরিয়ে ক্ষমতায় আসে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২৮ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।