ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ২৮, ২০১১
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১৫

ইসলামাবাদ: আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় চালানো দুটি মার্কিন ড্রোন (মানববিহীন বিমান ) হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।



তারা জানান, সোমবার রাতে উত্তর ওয়ারিজিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের ব্যবহার করা দুটি বাড়িকে লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র থেকে একটি ড্রোন হামলা চালালে কমপক্ষে ১২ জন নিহত হয়।

তারা আরো জানান, সোমবারের প্রথম ভাগে আর একটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়।

কর্মকর্তারা জানান, ওই বাড়িটি হাকিমুল্লাহ মাসুদের সঙ্গে সংশ্লিষ্ট তেহরিক-ই-তালেবানের স্থানীয় জঙ্গিরা ব্যবহার করতো।

কিন্তু কর্মকর্তারা বিবিসিকে জানান, হামলায় নিহতরা সবাই জঙ্গি। কিন্তু তারা কোন দলের তা বোঝা যাচ্ছে না।     
 
একমাস ধরে উত্তর ওয়ারিজিস্তানে ড্রোন হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র জানায়, উত্তর ওয়ারিজিস্তানে কয়েকটি জঙ্গিবাদী দলের অভয়ারণ্য। এরা প্রায়ই আফগানিস্তানে ন্যাটো বাহিনীর উপর হামলা চালায়।

মার্কিন বাহিনী এভাবে হামলা চালিয়ে জঙ্গিদেরকে উসকে দিচ্ছে এই অভিযোগে  পাকিস্তান প্রকাশ্যে ড্রোন হামলায় নিন্দা জানায়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।