ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএমএফের প্রথম নারী প্রধান ক্রিস্তিন লাগার্দে

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, জুন ২৯, ২০১১
আইএমএফের প্রথম নারী প্রধান ক্রিস্তিন লাগার্দে

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান নির্বাচিত হয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্তিন লাগার্দে। মঙ্গলবার আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় সংস্থাটির প্রথম নারী প্রধান হিসেবে লাগার্দের নাম ঘোষণা করা হয়।



তিনি আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। পাঁচ বছরের জন্য তিনি এ পদে থাকবেন। খবর বিবিসির।

গত ১৮ মে সংস্থাটির সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হন। পরে তিনি ওই পদ থেকে পদত্যাগ করলে এতো দিন তা খালি ছিল।

আইএমএফ প্রধান হিসেবে নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক টুইটারে অনুভূতি প্রকাশ করে ক্রিস্তিন লাগার্দে বলেন, ‘আইএমএফের এমডি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ’

২০০৭ সাল থেকে ক্রিস্তিন লাগার্দে ফ্রান্সের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।