ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ৩১

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে একটি জনবহুল মার্কেটে জোড়া বোমা হামলার ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৫২ জন।



রোববার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর শহরে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

ইরাকের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে জানানো হয়, ম্রেদি মার্কেটের কাছে প্রথম বোমা হামলার এক মিনিটের মাথায় পরবর্তী হামলাটি চালানো হয়। দ্বিতীয়টি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।

জোড়া বোমা হামলার এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে নিয়েছে। হামলার কিছু পরই এক বিবৃতিতে এ দায় স্বীকার করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬/ আপডেট: ২১১৯ ঘণ্টা
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।