ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেদারল্যান্ডে নিষিদ্ধ হচ্ছে পশু জবাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১১

আমস্টারডাম: ধর্মীয় রীতিতে পশু জবাই নিষিদ্ধ করার পক্ষে নেদারল্যান্ডের সংসদে বুধবার একটি বিল পাস হয়েছে। তবে দেশটির ইহুদি এবং মুসলিমরা এর বিরোধিতা করে বলেছে এতে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ম হবে।


 
সংসদ সদস্যরা এই বিলটি বুধবার অভাবনীয় ভোটে পাস করে সংসদ সদস্যরা। তবে এটি আইনে পরিণত করতে হলে ডাচ সিনেটে পাস হতে হবে। গ্রীষ্মের অবকাশের আগে এটি সিনেটে পাস হওয়া কোনো সমম্ভাবনা নেই।
 
ডাচ মন্ত্রিসভায় সোমবার বলেছে, বিলটির শেষ মুহূর্তের সংশোধনীতে দ্ব্যার্থবোধকতার কারণেই তা প্রয়োগযোগ্য হবে না। এতে বলা হয়েছে, ধর্মীয় রীতিতে পশু জবাইয়ের সনদ দেওয়া হবে যদি জবাইয়ে বেশি কষ্ট না দেওয়ার প্রমাণ দিতে  পারে।

এ আইন পাস হলে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের পর নেদারল্যান্ড হবে দ্বিতীয় দেশ যেখানে ধর্মীয় রীতিতে পশু জবাই নিষিদ্ধ করা হলো।

লুক্সেমবার্গ, নরওয়ে, সুইডেন এবং সুইজারল্যান্ডে ধর্মীয় রীতিতে পশু জবাই নিষিদ্ধ।

দেশটির কৃষি এবং অর্থনীতি বিষয়ক উপ-সচিব হেন্ক ব্লেকারস বলেন, মানবাধিকার বিষয়ে ইউরোপীয় সনদ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন রেখে কীভাবে এই আইনটি সঙ্গতিপন্ন করা যায় তা নিয়ে মন্ত্রিসভা চিন্তা ভাবনা করছে।

ইসলামি এবং ইহুদি রীতিতে ধারালো ছুরি দিয়ে গলা কেটে পশু জবাই করা হয়। এতে করে পশুর শরীর থেকে দ্রুত রক্ত বেরিয়ে যায়।

বাংলদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।