ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হারিরি হত্যাকাণ্ড: ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১১

বৈরুত: লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জাতিসংঘের বিশেষ ট্রাইব্যুনাল। হেগভিত্তিক বিশেষ ট্রাইব্যুনালের লেবানন শাখা এই পরোয়ানা জারি করেছে বলে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষীয় আইনজীবী জানিয়েছেন ।



অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন রফিক হারিরির ছেলে সাদ হারিরি। তিনি বলেন, ‘দীর্ঘদিনের ধৈর্য্য এবং সংগ্রামের পর আজ আমরা লেবাননের রাজনীতি, ন্যায়বিচার এবং নিরাপত্তার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষি হতে পারছি। ’  
 
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শিয়া জঙ্গি বাহিনী এবং হেজবুল্লাহ সংগঠনের কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অবশ্য হেজবুল্লাহ বরাবর হারিরি হত্যাক-ে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছে। এ পরোয়ানার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

২০০৫ সালে লেবাননের সাবেক এই প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণে মারা যান। তার মোটর শোভাযাত্রায় বোমা হামলা হলে তিনিসহ মোট ২১ জনের মৃত্যু হয়। জাতিসংঘ ভিত্তিক বিশেষ ট্রাইব্যুনাল এ হত্যাকা-ের তদন্ত করছে।

এদিকে হেজবুল্লাহ ট্রাইব্যুনালের অভিযোগ অস্বীকার করে বলেছে, এটা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ফ্রান্সের সাজানো নাটক।

বৃহস্পতিবার লেবাননের রাষ্ট্রপক্ষীয় আইনজীবি সায়েদ মির্জা রাজধানী বৈরুতে অবস্থিত লেবাননের বিশেষ ট্রাইব্যুনাল থেকে অভিযোগ পত্র এবং চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেন।

ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন, পরোয়ানা প্রাপ্তদের গ্রেপ্তারে লেবাননকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহভাজনরা গ্রেপ্তার না হলে তা এ পরোয়ানা জনসমক্ষে আনা হবে এবং তাদের আদালতের সামনে হাজির করতে সমন জারি করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।