ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্ধ্যা হোন, গাড়ি জিতুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুলাই ১, ২০১১
বন্ধ্যা হোন, গাড়ি জিতুন

রাজস্থান: জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ভারতের রাজস্থান রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা অভিনব এক প্রচারাভিযান শুরু করেছেন।

নারী ও পুরুষদের তারা বন্ধ্যা হতে উৎসাহিত করছেন।

এমনকি লোভনীয় পুরস্কারও ঘোষণা করেছেন। এর মধ্যে আছে টাটা মটরসের একটি কারসহ আরো অনেক কিছু।

টাটার তৈরি বিশ্বের সবচেয়ে সস্তা দামের কার টাটান্যানো পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। ধারণা করা হচ্ছে, বর্তমান বৃদ্ধিহার অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা চীনকেও ছাড়িয়ে যাবে।

পশ্চিম ভারতের ঝুনজুনুর প্রধান চিকিৎসক সীতারাম শর্মা আশা করছেন, কার পাওয়ার মতো এমন একটি লোভনীয় অফার নিঃসন্দেহে কাজে দিবে। তাদের আশা এতে কমপক্ষে ২০ হাজার নারী-পুরুষ বন্ধ্যা হতে রাজি হবেন।

পুরস্কারের মধ্যে আরো আছে, মটরসাইকেল, রঙ্গিন টেলিভিশন এবং ব্লেনডার।

এই অফার সব ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য। তবে খরাপ্রবণ অঞ্চলে এ প্রণোদনা দেওয়া হচ্ছে না।

অন্য অঞ্চলের অধিবাসীদের জন্যও নানা ধরনের প্রণোদনার ব্যবস্থা রয়েছে। তবে এতো ব্যয়বহুল নয় কোথাও।

অবশ্য ভারতব্যাপী জন্মনিয়ন্ত্রণ প্রচারাভিযান ১৯৭০ এর পর থেকে বন্ধ করা হয়। এ সময় জোরপূর্বক কিছু দম্পতিকে বন্ধ্যা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সরকার এ উদ্যোগ তখন বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা,  জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।