ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে বিক্ষোভর‌্যালি থেকে ২২৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২, ২০১১
হংকংয়ে বিক্ষোভর‌্যালি থেকে ২২৮ জন আটক

হংকং: হংকংয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং প্রস্তাবিত রাজনৈতিক সংস্কারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে শনিবার ২২৮ জনকে আটক করেছে পুলিশ। হংকং পুলিশ এ খবর জানিয়েছে।



কয়েক হাজার মানুষ শুক্রবার বিক্ষোভে অংশ নেয়। কিছু বিক্ষোভকারীরা শনিবার সকালে কেন্দ্রীয় বাণিজ্য জেলা থেকে সরতে না চাইলে পুলিশ তাদের আটক করে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।  

বৃটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে ১৯৯৭ সালের ১ জুলাই হংকং চীনের শাসনাধীনে ফিরে আসে। এরপর থেকে প্রতিবছর ১ জুলাই একটি শোভাযাত্রা হয়ে থাকে।

শুক্রবার রাতেও বেশ কয়েক ঘণ্টা ধরে এই অচলাবস্থা চলছিল। অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশের আয়োজন এবং সরকারি কাজে বাধা দেওয়ার জন্যই মূলত এদের আটক করা হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা  এবং ট্রাফিক ব্যবস্থা সচল করতেই বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।

বিক্ষোভ আয়োজকরা জানান, মোট দুই লাখ ১৮ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছে। এতো বড় বিক্ষোভের প্রধান কারণ হলো সরকারের বিরুদ্ধে সংসদের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ।

বিক্ষোভকারীরা আগের ফলাফল প্রকাশ করে সংসদের শূন্য আসন পূরণের দাবি জানান। ২০০৩ সালে  ব্যাপক বিক্ষোভের মুখে বিতর্কিত জননিরাপত্তা বিল বাতিল করতে বাধ্য হয়েছিল সরকার। পরের বছরই প্রধান নির্বাহী তুং চু হুয়া পদত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।