ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরনল্ড শোয়ার্জনেগারের স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুলাই ২, ২০১১
আরনল্ড শোয়ার্জনেগারের স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের

লস অ্যাঞ্জেলেস: ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর এবং হলিউড অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগারের স্ত্রী মারিয়া শ্রিভার বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করেছেন।

লস অ্যাঞ্জেলেসের আদালতে মারিয়া এই মামলা দায়ের করেন।

তবে বিবাহের আগে সম্পত্তি নিয়ে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে এই মামলায় কোন কিছু বলা হয় নি।  
এই মামলার ফলে এই দম্পত্তির ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হতে যাচ্ছে।    

আরলন্ড শোয়ার্জনেগারের বিবাহ ছাড়াও একটি সন্তান রয়েছে এ কথা প্রকাশিত হওয়ার পর কেনেডি পরিবারের উত্তরাধিকারী, সাবেক সাংবাদিক, মারিয়া শ্রিভার মে থেকে শোয়ার্জনেগার থেকে আলাদা থাকেন।

তবে মে মাসেই জানা যায়, ১০ বছরের ও আগে এক গৃহপরিচারিকার গর্ভে আরনল্ড শোয়ার্জনেগারের একটি সন্তান হয়।     

এই দম্পতির চারটি সন্তান রয়েছে। শোয়ার্জনেগার ২০০৩ সালে রিপাবলিকান পার্টি থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হন। অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করার জন্য তিনি জানুয়ারিতে গর্ভনর থেকে পদত্যাগ করেন।
আরনল্ড শোয়ার্জনেগার ১৯৮৬ সালে বলিউডে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

বিশ্লেষকরা বলছেন, মারিয়া শোয়ার্জনেগার দম্পত্তি  এবার সম্ভবত আলাদা হয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।