ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হারিরি হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার হিজবুল্লাহ নেতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ৩, ২০১১
হারিরি হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার হিজবুল্লাহ নেতার

বৈরুত: লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডে অভিযুক্ত হিজবুল্লাহর চার সদস্যের বিরুদ্ধে দেয়া গ্রেপ্তারি পরোয়ানা অস্বীকার করেছে হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ।

‘কোনো শক্তিই আমাদের সন্মানিত ভাইদের গ্রেপ্তার করতে পারবে না বলেও জানান এই নেতা।



এখন পর্যন্ত হিজবুল্লার তরফ থেকে অভিযুক্তদের নাম অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

হেগভিত্তিক লেবাননের বিশেষ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার হারিরি হত্যাকা-ে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর হেজবুল্লাহ নেতার এটাই প্রথম প্রতিক্রিয়া।

এদিকে শিয়া ইসলামিক আন্দোলন গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরপরই এ অভিযোগ বাতিল করেছে।
 
২০০৫ সালে লেবাননের রাজধানী বৈরুতে এক বোমা বিস্ফোরণে নিহত হন তৎকালীন লেবাননের প্রেসিডেন্ট রফিক হারিরি। ওই বিস্ফোরণের ঘটনায় রফিক হারিরিসহ ২২ জনের প্রানহানি ঘটেছিল।

হারিরি পুত্র সাদ আদালতের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণাকে লেবাননের জন্য ঐতিহাসিক মুহুর্ত বলেও আখ্যায়িত করেন।

শনিবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে নাসরাল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই গ্রেপ্তারি পরোয়ানার উদ্দেশ্য হলো আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করা। আমাদের যে চার জন সদস্যের প্রতি এ অভিযোগ উঠেছে তারা ইসরায়েলি দখরদারিত্বের বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তাদেরকে লেবাননের গৃহযুদ্ধের ভেতর টেনে আনতে পারি না। ’

হিজবুল্লাহ নেতা আরও বলেন, ‘তারা তাদেরকে ৩০ দিন অথবা ৬০ দিন কেন ৩০০ বছরের মধ্যেও গ্রেপ্তার করতে পারবে না। ’

হাসান নাসরুল্লাহ ইসরায়েলের অংশ হিসেবে লেবাননের বিশেষ আদালতকে অর্থনৈতিক এবং নৈতিক দুর্নীতিতে ভরা প্রতিষ্ঠান বলেও আখ্যায়িত করেন।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।