ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে ৮০০ ব্রিটিশ সেনা প্রত্যাহারের ঘোষণা আসছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০১১
আফগানিস্তান থেকে ৮০০ ব্রিটিশ সেনা প্রত্যাহারের ঘোষণা আসছে

লন্ডন: আগামী বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ৮০০ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটেন। এই সপ্তাহেই এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে কর্তৃপক্ষ রোববার  একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে।



গত মাসে যুক্তারাষ্ট্র চলতি বছরেই দুই ধাপে ৩৩ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণার পর ব্রিটেনের পক্ষ থেকেও এমন ঘোষণা আসছে। যুক্তরাষ্ট্রের পর সেদিনই ফ্রান্সও এমন ঘোষণা দিয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ‘আফগানিস্তানে ব্রিটিশ সেনা সংখ্যা সার্বক্ষণিক বিবেচনার মধ্যে রয়েছে। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এটা পরিস্কার করে বলেছেন ২০১৫ সালের মধ্যে আফগানিস্তানে কোনো ব্রিটিশ সেনা থাকবে না। আর এটা ঠিক যে আমরা খুব শিগগির সেনাদের দেশে ফিরিয়ে আনব। ’

এর আগে মে তে ব্রিটিশ সরকার বলেছিল, আগামী নয় মাসের মধ্যে তারা ৪০০ সেনা প্রত্যাহার করবে। বর্তমানে আফগানিস্তানে ব্রিটিশ সেনা রয়েছে ৯ হাজার ৫০০ জন।

আশা করা হচ্ছে আগামী বুধবার প্রধানমন্ত্রী ক্যামেরন সেনা প্রত্যাহারের ঘোষণা দিবেন। এদিন ২০১২ সালের শেষ নাগাদ ৫০০ থেকে ৮০০ জন সেনা প্রত্যাহারের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।