ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েলোস্টোন নদীতে তেল ছড়িয়ে পানি দূষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১১

মোনাকো: যুক্তরাষ্ট্রের মোনাকে অঙ্গরাজ্যের এক্সনমোবিল কোম্পানির তেলের পাইপ লাইন ছিদ্র হয়ে শত শত ব্যারেল অপরিশোধিত তেল ইয়েলোস্টোন নদীতে ছড়িয়ে পড়েছে। এতে করে ওই নদীর পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।

এক্সনমোবিল কোম্পানির মুখপাত্র পাম মালেক জানান, পাইপ লাইন বন্ধ করার আগে আধ ঘণ্টা ধরে প্রায় ৭৫০-১,০০০ ব্যারেল অপরিশোধিত তেল নদীতে ছড়িয়ে পড়ে।     

পাইপ লাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ার এই ঘটনা প্রথম ধরা পড়ে শনিবার সকালে। তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন।

কোম্পানি জানায়, পাইপ বন্ধ করে দেয়া হয়েছে এবং যেখান থেকে ছিদ্র হয়েছে সেখানে তা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আশেপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছিল। পরে তাদের ফিরিয়ে আনা হয়েছে। তেলের পাইপ লাইন ছিদ্র হওয়ার এই ঘটনা ঘটে ইয়োলোস্টোন নদীর ভাটির দিকে।

ইয়োলোস্টোন নদীর পাশেই য্ক্তুরাষ্ট্রের অন্যমত নামকরা ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক।

‘বিলিংস ফিশ’-এর  ওয়াইল্ড লাইফ এবং পার্ক  প্রোগামের বব গবসন জানান, তেল নদীতে ছড়িয়ে পড়ার ফলে মাছের ফুলকাতে তেল লেগে মৃত্যুর কারণ হতে পারে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।