ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমরা আত্মসমর্পণ করবো না: গাদ্দাফি পুত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১১
আমরা আত্মসমর্পণ করবো না: গাদ্দাফি পুত্র

ত্রিপোলি: আমরা আত্মসমর্পণ করবো না। আমরা আমাদের দেশের জন্য লড়াই করছি বলে জানান লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাঈফ আল ইসলাম।



গাদ্দাফি পদত্যাগ করতে চাইলে এই মাটিতেই তাকে স্বাগতম জানানো হবে বলে কয়েকদিন আগেই মন্তব্য করেন লিবিয়ার বিদ্রোহী দলের প্রধান। তার এই মন্তব্যের পরপরই গাদ্দাফি পুত্র এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

সাঈফ আল ইসলাম বলেন, ‘তোমাদের যুদ্ধে জেতার কোনো রাস্তা নেই, এমনকি তোমাদের কোনো সুযোগও নেই। এই যুদ্ধে জেতার সম্ভাবনা তোমাদের শূণ্য। ’

তিনি আরও বলেন, ‘তোমাদের উচিত আমাদের সঙ্গে কথা বলা। তেল বিতরণ ঠিক মতো হচ্ছেনা বলে যদি তোমরা আমাদের সাথে রাগ করে কথা না বলো তাহলে আমাদের সাথে তোমাদের কথা বলা উচিত। ’

ন্যাটো বাহিনী এবং পশ্চিমা শক্তিদের উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিদ্রোহীরা তোমাদের কিছুই দেবে না। যদি তোমরা গণতন্ত্র চাও তাহলে আমরা প্রস্তুত। যদি তোমরা নির্বাচন চাও তাহলেও আমরা প্রস্তুত। যদি তোমরা সংবিধান চাও, আমরা প্রস্তুত। আর যদি যুদ্ধবিরতি চাও তাতেও আমরা প্রস্তুত। ’

‘কিন্তু বিপরীত পক্ষ সবসময়ই আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। আমার বাবাকে দেশ ছেড়ে চলে যেতে বলছে তারা। এটা নিছক তামাশা ছাড়া আর কিছু নয় বলেও বলেন গাদ্দাফি পুত্র।

গাদ্দাফির সাবেক আইন মন্ত্রী এবং বর্তমান বিদ্রোহী নেতা মোস্তফা আবদেল জলিল বলেন, ‘প্রায় এক মাস আগে আমি একটি প্রস্তাবনা তৈরি করেছি। একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা গাদ্দাফিকে প্রস্তাব করেছি যে, গাদ্দাফি পদত্যাগ করতে পারেন এবং তার সেনাবহিনীকে ব্যারাক এবং অবস্থান থেকে উঠিয়ে নিতে পারেন। এরপর তিনি সিদ্ধান্ত নিতে পারবেন তিনি লিবিয়াতে থাকবেন না দেশের বাইরে অন্য কোথাও চলে যাবেন। ’

‘তিনি যদি লিবিয়াতে থাকতে চান তাহলে আমরা তাকে থাকার জায়গা নির্দিষ্ট করে দেবো এবং এটা হবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে। তার প্রতিটি পদক্ষেপও আন্তর্জাতিক তত্ত্বাবদানের ভেতরই হবে বলেও জানান সাবেক এই আইন মন্ত্রী। ’

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।