ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লোহিত সাগরে ২০০ অভিবাসী নিয়ে নৌডুবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
লোহিত সাগরে ২০০ অভিবাসী নিয়ে নৌডুবি

খার্তুম: সৌদি আরবগামী একটি নৌযান প্রায় ২০০ জন অবৈধ অভিবাসী নিয়ে লোহিত সাগরে সুদান উপকূলে ডুবে গেছে। বুধবার সুদানের গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।



বার্তা সংস্থা সুদানিজ মিডিয়া সেন্টারের (এসএমসি) মতে, মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের সবাই সুদানের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের নাগরিক। তাদের সৌদিতে পাচার করা হচ্ছিল। লোহিত সাগর মানবপাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে।

অভিবাসীদের সবাই সাদ, নাইজেরিয়া, সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক বলেও ওই বার্তা সংস্থাটি জানিয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত হয়েছে বলেও জানানো হয়।

প্রতিবেদনে জানা যায়, ওই নৌযানের মালিক চারজনকে প্রাদেশিক রাজধানী পোর্ট সুদানে আটক করা হয়েছে। নৌযানটি রেড সি প্রদেশ থেকে যাত্রা শুরু করে।

একই প্রতিবেদনে বলা হয়, ২৪৭ জন অভিবাসী নিয়ে পাচারের আরেকটি ঘটনা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রতি বছর হাজার হাজার অভিবাসী লোহিত সাগর পার হয়। তবে এই নৌভ্রমণটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।