ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোর বারে বন্দুকধারীর হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
মেক্সিকোর বারে বন্দুকধারীর হামলায় নিহত ২০

মেক্সিকো সিটি: মেক্সিকোর মনট্রেরি শহরের শহরতলীর একটি বারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ২০ জন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।  

শুক্রবার সাবিনো গর্দো নামের একটি বারে এই ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে দেশটির মাদক পাচারকারী চক্র এই ঘটনা ঘটিয়েছে।

মৃতদের মধ্যে বারের চারজন মহিলা কর্মচারী রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

বারে মাদক দ্রব্য বিক্রিকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে জানায় কর্তৃপক্ষ।

নিরাপত্তা সংস্থা মুখপাত্র জর্জ ডমিনি বলেন, ‘খুব সম্ভবতঃ আক্রমনটি ছিল সরাসরি সরকারের বিরুদ্ধে বারের লোকজনের বিরুদ্ধে নয়। ’

মন্ট্রেরি মেক্সিকোর সবচেয়ে বিলাসবহুল শহরগুলোর একটি। কিন্তু মাদক চক্রের আধিপত্য বিস্তার, বন্দুকযুদ্ধ, অপহরণসহ নানা ঘটনা শহরটিকে নারকীয় করে তুলেছে।

আর তাই কেউ কেউ উদ্বিগ্নতা প্রকাশ করে বলেন, ‘মন্ট্রেরির মতো একসময় পুরো মেক্সিকোতেই এ সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। ’

২০০৬ সালের শেষেরদিকে দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন। সেসময় সেনাবহিনী ও মাদক চক্রের মধ্যে সংঘর্ষে প্রায় চল্লিশ হাজার মানুষ মারা যায়।

হতাশার কথা হলো সরকারী এই অভিযানের পরেও মন্ট্রেরির অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি। কোহলিয়া শহরের উত্তরাংশে তোরান শহরের পাশেই ৭ জন পুরুষ ও ৩ জন মহিলার বিকৃত লাশ পাওয়া যায়। দেশটির সরকারী বাহিনী জেতা’র সঙ্গে মাদক পাচারকারী চক্রের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।

এছাড়াও ভ্যালে ডি খালকো শহরে আরো ১১টি মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হয় এই হত্যাকা-ের সঙ্গে মাদক পাচারকারী চক্রের যোগসাজস রয়েছে।

শনিবার সংঘর্ষ প্রবন এলাকায় আরও ১৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।