ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিরে আসছে করাচির স্থিতিশীল অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
ফিরে আসছে করাচির স্থিতিশীল অবস্থা

করাচি: করাচিতে কয়েকদিন ধরে চলা অস্থিতিশীল অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে। শনিবার পাকিস্তানের আধা সামরিক বাহিনী করাচির কাসবা কলোনির নিয়ন্ত্রন হাতে তুলে নেয়।



অবস্থার উন্নয়নে স্থানীয় ব্যবসায়ীরা এবং পরিবহন শ্রমিকরা সক্রিয় ভূমিকা পালন করেছে বলে জানায় আধা সামরিক বাহিনীর এক সদস্য।

আধা সমারিক বাহিনী শুক্রবার রাতে কসবা কলোনিতে অবস্থান নেয় এবং শনিবার বিকেলে অভিযান সম্পন্ন করে।
 
‘অভিযানে অংশগ্রহণ করে সিন্ধ র‌্যাঞ্জারদের সিক্স উইং এবং কমান্ডো বাহিনী।

‘সেনাবাহিনী সদস্যরা উপদ্রুত অঞ্চল হতে ক্ষতিগ্রস্থ পরিবারদের উদ্ধার করেছে। উদ্ধারকৃত পরিবারগুলো বর্তমানে র‌্যাঞ্জার সদস্যদের আশ্রয়ে আছে বলে আধাসামরিক বাহিনীর পক্ষ হতে জানানো হয়েছে। ’

কিন্তু সকালের দিকে করাচিতে অগ্নিকা- এবং গুলিতে আরও দুইজন মানুষ মারা গেছে। মৃতদের মধ্যে একজন মুত্তাদিয়া কওমি মুভমেন্টের(এমকিউএম) কর্মী। এছাড়া দাঙ্গায় শহরের বিভিন্ন অংশে চারটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এবং নব্য নিযুক্ত সিন্ধের প্রধানমন্ত্রী মনজুর হোসাইন ওয়াসান সকালে কসবা কলোনি পরিদর্শন করেন এবং বিকেলে কাটি পাহাড়ি এলাকায় পরিদর্শনে যান। এরপর এমকিউএম এর নেতা ডাক্তার ফারুক সাত্তার দলের অন্যান্য নেতাদের নিয়ে উপদ্রুত অঞ্চল পরিদর্শনে যান।

উভয় পক্ষই স্থানীয় কর্তাব্যাক্তির সঙ্গে কথা বলেন এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে এই সমস্যার সমাধান করবেন বলেও আশ্বাস দেন।

নতুন প্রধানমন্ত্রী ওয়াসান সাংবাদিকদের বলেন, ‘এই অভিযান সন্ত্রাসী এবং সরকার বিরোধীদের বিরুদ্ধে। কাচি পাহাড়ি, কাসবার মতো অন্যান্য উপদ্রুত এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে। আমরা তাদের যোগাযোগ ব্যবস্থার উৎস খুজে বের করার চেষ্টা করছি বলেও জানান তিনি। ’

তিনি এসময় এমকিউএম এবং আওয়ামী ন্যাশনাল পার্টিসহ সকল পার্টিকেই শান্তি পুর্ণস্থাপন করতে একযোগে কাজ করতে বলেন।

এদিকে মালিক বলেন, ‘কাটি পাহাড়ি এলাকাও আস্তে আস্তে আধা সামরিক বাহিনী এবং পুলিশের নিয়ন্ত্রনে চলে আসবে। ’

অভিযান পরিচালনার ক্ষেত্রে সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বলেও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।