ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইতে মুকুল সম্পাদকের জন্মদিন পালন

দুবাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
দুবাইতে মুকুল সম্পাদকের জন্মদিন পালন

দুবাই: গত ১০ জুলাই আরব আমিরাতের দুবাইস্থ একটি অভিজাত হোটেল আমিরাত-বাংলা জনপ্রিয় মাসিক পত্রিকা মুকুল সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের জন্মদিন পালিত হয়েছে। এতে তাকে নিয়ে নিবেদিত কবিতা, ছড়া ও গান পরিবেশন করা হয়।

মাসিক মুকুলের উদ্যোগে আয়োজিত এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসিক মুকুলের ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আজিজ সেলিম, সহ-ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান খলু, সাহিত্য সম্পাদক ফেরদৌস রায়হান, মুকুল ডেভোলপমেন্ট গ্রপের ভাইস চেয়ারম্যান আজিজুল ইসলাম, মেম্বারশিপ ডিরেক্টর লোকমান আহমদ, মুকুল পরিজন আমিরাত শাখার সভাপতি জিয়ানুল ইসলাম, সহ- সম্পাদক মশকুর আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজাল সাদেকীন, মুকুলের স্টাফ রিপোর্টার তুষার মুহিব ও মুকুল পরিজন রেজাউল করিম রাজ। উল্লেখ্য, অনুষ্ঠানে কবি আব্দুল আজিজ সেলিম লুৎফুর রহমানকে নিয়ে লেখা তার কবিতা ও তার বইয়ে নিবেদিত কবিতা উপহার দেন।

বাংলাদেশ সময় ১৬২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।