ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়াতে বোরকা খোলার অনুমতি দেয়া হয়েছে পুলিশকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১১

সিডনি: অপরাধীকে শনাক্ত করতে অস্ট্রেলিয়ার নিউসাউথ অঙ্গরাজ্যের পুলিশকে অধিকতর ক্ষমতা দেয়া হয়েছে। ফলে অপরাধী সন্দেহে পুলিশ চাইলে এখন থেকে যে কোন নারীর বোরকা কিংবা অন্য  যেকোন মুখাবরনী খুলে তার পরিচয় নিশ্চিত হতে পারবে।



সোমবার বিকেলে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশের সরকার নতুন এই উদ্যোগ নেয়।

যদি কেউ তার মুখ দেখাতে রাজী না হন তাহলে তাকে এক বছর কারাভোগ কিংবা পাঁচ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার সমপরিমান অর্থদন্ড  দিতে হবে।

নিউসাউথ ওয়েলস প্রদেশের মুখ্যমন্ত্রী ব্যারি ও’ফেরেল  বলেন, ‘আমি কিছু মনে করব না সে (নারী- পুরুষ) মোটর সাইকেল হেলমেট, নিকাব, বোরকা কিংবা অন্য কোন মুখাবরনী পড়েছে, সেটা কোন বিষয নয়। পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সেটা খুলে দেখতে পারবে এটাই আসল কথা।     

প্রাদেশিক পুলিশ এটাকে পুলিশ এবং জনতা দুইপক্ষেরই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে বলে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ।  

সম্প্রতি একজন মুসলিম নারী পর্দা তাকে স্বতন্ত্র ইতিবাচক পরিচয় দিয়েছে এই যুক্তিতে বিচারকের সামনে তার মুখ দেখাতে অপরাগতা প্রকাশ করলে এই উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ওই নারী এজন্য মামলা করেছিলেন।  

ওই রাজ্যের মুসলিম নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অবশ্য সুশীল সমাজের নেতারা পুুলিশকে এই ক্ষমতা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউসাউথ ওয়েলসের মুসলিম কাউন্সিল এটাকে স্বাগত জানিয়েছে। পাশাশি মুসলিম উইমেন অ্যাসোসিয়েশন নারী পুলিশ যদি বিষয়টাকে স্পর্শকাতর হিসেবে দেখে তাহলে তাদের কোন আপত্তি নেই বলে জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা জুলাই ০৫ , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।