ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩৩

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুলাই ৭, ২০১১
ভারতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩৩

উওর প্রদেশ: ভারতের উওর প্রদেশের কাশীরামনগর জেলায় বুধবার রাতে বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসি জানায়, রাত আড়াই টার দিকে দিল্লির ২৫০ কিলোমিটার (১৬০ মাইল) দক্ষিণে পটিয়ালির একটি রেল ক্রসিং-এ মথুরা থেকে ছেড়ে আসা ছাপড়া এক্সপ্রেসের সঙ্গে বরযাত্রী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় যাত্রীবাহী বাসটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিল।

আহতদের স্থানীয় ইটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশংকাজনক।

প্রধানমন্ত্রী মনমোহন সিং এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে দুই লাখ এবং গুরুতর আহতদের ৫০,০০০ রুপি প্রদানের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।