ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘গাদ্দাফির খেল খতম’: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১১
‘গাদ্দাফির খেল খতম’: ন্যাটো

ব্রাসেলস: লিবিয়াতে গাদ্দাফির দিন শেষ হয়ে আসছে এবং তার খেল খতম বলে হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো।

ন্যাটোর মতে, ‘সময় যত গড়াচ্ছে বিদ্রোহী সেনারা ততই গাদ্দাফির কাছাকাছি চলে আসছে।

অব্যাহত বিমান হামলা এবং চাপের কারণে গাদ্দাফির কর্মকর্তারা দেশ ছেড়ে পালাচ্ছে। ’

সেক্রেটারি জেনারেল এ্যান্ডারস ফগ রাসমুসেন বলেন, ‘বুধবার পর্যন্ত মিত্র বাহিনী গাদ্দাফি বাহিনীর দুই হাজার সাতশ সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে ছয়শ ট্যাংক, আর্টিলারি সরঞ্জাম এবং আটশ গুলির গুদামঘর ধ্বংস করা হয়েছে। ’

ফগ গাদ্দাফি বাহিনীকে হুমকি মনে করে সতর্কবানী উচ্চারন করে আরও বলেন, ‘ন্যাটো বাহিনী না থাকলে লিবিয়াতে ভয়াবহ হত্যাকা- হতো। ’

লিবিয়ার সহিংসতা বন্ধে এবং চলমান যুদ্ধকে যতদ্রুত সম্ভব শেষ করার লক্ষেই গত মার্চ মাসে ন্যাটো বাহিনী লিবিয়াতে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে হামলা চালায়। কিন্তু লিবিয়াতে ন্যাটো অভিযানের সময়সীমা বাড়াতে আন্তর্জাতিক বিশ্ব যুদ্ধ বন্ধে ন্যাটো বাহিনীর ওপর চাপ দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।