ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোবাইল দুর্নীতিতে ভারতে আরেক মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১১
মোবাইল দুর্নীতিতে ভারতে আরেক মন্ত্রীর পদত্যাগ

নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রী দয়ানিধি মরণ পদত্যাগ করেছেন। সম্প্রতি ভারতে ২জি স্পেক্ট্রাম টেলিকম লাইসেন্স দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনি পদত্যাগ করলেন।

দেশটির গণমাধ্যমে বৃহস্পতিবার এ খবর বের হয়েছে।

ক্ষমতাসীন ইউপিএ জোটের অন্যতম শরীক ডিএমকে’র একজন প্রভাবশালী নেতা দয়ানিধি। তারই সহকর্মী সাবেক টেলিকমমন্ত্রী আনদিমুঠু রাজা একই অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন। এ দুর্নীতিতে দ্বিতীয় মন্ত্রী হিসেবে মরণ পদত্যাগ করলেন।

কয়েক হাজার কোটি ডলারের এই দুর্নীতির কারণে ভারতের ক্ষমতাসীন সরকারের ভাবমূর্তি দেশে-বিদেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় রাষ্ট্রীয় হিসাব নীরিক্ষক জানিয়েছেন, এ দুর্নীতির কারণে দেশ ৩ হাজার ৯০০ কোটি ডলার রাজস্ব হারিয়েছে। এ অর্থ দেশটির বাৎসরিক সামরিক বাজেটের সমপরিমাণ।

মরণ অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।