ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ফের কাঁপলো জাপান-ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ফের কাঁপলো জাপান-ইকুয়েডর

ঢাকা: ফের ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।

সোমবার (১৮ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় দেশ দু’টিতে এ ভূমিকম্প আঘাত হানে।

ইকুয়েডর উপকূলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনেটে অনুভূত হয়। যার উৎপত্তিস্থল রাজধানী কোয়েটো থেকে ২০৫ কিলোমিটার পশ্চিমে, গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে।

দেশটিতে রোববারের ভূমিকম্পে ৩৫০ জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের সরকার জানিয়েছে।

অন্যদিকে, আবার নতুন করে ভূমিকম্প হয়েছে জাপানে। এবার মাত্রা ৫ দশমিক ৫। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪১ মিনিট ৫৯ সেকেন্ডে দেশটিতে ফের ভূমিকম্প ‍অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুতে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে যা ১০ কিলোমিটার গভীরে। যা কুমামতো প্রদেশ থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
আইএ

**
জাপানে ফের ভূমিকম্প
** জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯
**জাপানে ভূমিকম্পে নিহত ৩, রাস্তাঘাটে ফাঁটল
**জাপানে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।