ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফোন হ্যাকের ঘটনায় নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ৮, ২০১১
ফোন হ্যাকের ঘটনায় নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক গ্রেপ্তার

লন্ডন: মোবাবইল ফোন হ্যাক করার ঘটনায় নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক অ্যানডি কোলসনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পত্রিকাটি বন্ধ হয়ে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

জানা গেছে, আগামী সোমবারের সংখ্যাটিই হবে ১৬৮ বছর পুরনো এ ঐতিহ্যবাহী পত্রিকার সর্বশেষ সংখ্যা।

এর আগে কোলসনকে (৪৩) লন্ডনের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে হাজির হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। এছাড়া অপর একটি মামলায় আদালতে মিথ্যা বলার কারণেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় মিথ্যা বলার কারণে একজন স্কটিশ এমপি জেল খেটেছিলেন।

তথ্য পেতে অধীনস্থ সাংবাদিকরা পুলিশকে ঘুষ দিয়েছিল এমন অভিযোগের ব্যাপারেও কোলসনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানিয়েছে, ওই পত্রিকার অপর এক জ্যেষ্ঠ সাংবাদিককেও গ্রেপ্তার করা হতে পারে।

কোলসন ২০০৭ সালের জানুয়ারিতে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ফোন হ্যাকিংয়ের দায়ে পত্রিকাটির ব্রিটিশ রাজকীয় সম্পাদক ক্লাইভ গুডম্যান এবং ব্যক্তিগত গোয়েন্দা কর্মকর্তা গ্লেন মুলকেয়ার কারাদ- পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি দায়িত্ব ছেড়ে দেন।

কোলসন এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের যোগাযোগ প্রধানও ছিলেন।

গার্ডিয়ানের তথ্য মতে, ২০০২ সালে খুন হওয়া কিশোর মিলি ডাউলারের রেখে যাওয়া মোবইল ফোন হ্যাক করে তার ভয়েস মেইল বার্তা চুরি করার জন্য পত্রিকাটি মুলকেয়ারকে নির্দেশ দিয়েছিল।
 
এই মুলকেয়ারই আবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এবং ইরাকে নিহত ব্রিটিশ সেনা ও কর্মকর্তাদের আত্মীয়দের মোবাইল হ্যাক করার জন্য কাজ করে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। এছাড়া বিনোদন এবং রাজনীতি জগতের অনেক বিশিষ্ট ব্যক্তির মোবাইলও তার হ্যাক করার খবর পাওয়া গেছে। পুলিশ এরকম প্রায় ৪ হাজার সম্ভাব্য লক্ষ্য চিহ্নিত করতে পেরেছে।

আন্তর্জাতিক মিডিয়া মুঘল রুপার্ট মারডক এই পত্রিকাটি কিনে নেন ১৯৬৯ সালে। এর পর থেকেই এটি ব্রিটিশ গণমাধ্যম জগতে একটি প্রভাবশালী ও আক্রমণাত্মক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।

রুপার্ট মারডকের  ছেলে জেমস মারডক পত্রিকার ২০০ জন ব্রিটিশ কর্মীকে জানিয়েছেন, আাগমী সোমবারের সংস্কারণটিই পত্রিকার শেষ সংখ্যা হতে যাচ্ছে। সর্বশেষ সপ্তাহে পত্রিকাটি ২৬ লাখ কপি বিক্রি করেছে।

জেমস মারডকের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, ‘পত্রিকাটি যা কিছু ভাল করত তা একটি ভুলের কারণে কালিমালিপ্ত হয়েছে। যদি সাম্প্রতিক অভিযোগ সত্য হয়, তাহলে এ কাজটি নিঃসন্দেহে অমানবিক এবং আমাদের কোম্পানিতে এর কোনো স্থান নেই’

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।