ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সংস্কার মিছিল ঠেকাতে কুয়ালালামপুরে পুলিশি ব্যারিকেড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১১
সংস্কার মিছিল ঠেকাতে কুয়ালালামপুরে পুলিশি ব্যারিকেড

কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শুক্রবার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার প্রস্তুতি নিচ্ছে দেশটির পুলিশ। বিতর্কিত নির্বাচনী সংস্কার ইস্যুতে বিরোধী দলের আয়োজিত মিছিল থেকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।



এর আগে মিছিলের আয়োজকরা শনিবারের প্রতিবাদ মিছিল রাজপথের বদলে একটি স্টেডিয়ামে করতে সম্মত হয়। দাঙ্গা বেধে যাওয়ার শঙ্কায় তারা এটা মেনে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে মিছিলের অনুমতি দিতে পুলিশের গড়িমসির কারণে এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আয়োজক বিরোধী রাজনৈতিক দল বেরসিহ বলছে, তাদের র‌্যালি মেরদেকা স্টেডিয়ামের বাইরেই হবে। যদিও কর্তৃপক্ষ এ ব্যাপারে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে এবং ইতোমধ্যে দলের প্রায় ২০০ কর্মী-সমর্থককে পুলিশ আটক করেছে।

দেশটির নাগরিক সমাজের সমর্থনে গঠিত জোট র‌্যালির আয়োজক বেরসিহ’র একজন সদস্য অ্যানড্রু খু বলেন, ‘আমরা স্টেডিয়ামে জড়ো হতে যাচ্ছি। আমাদের মূল দাবিটি হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। এ দাবি থেকে আমরা কখনোই পিছু পা হবো না। ’

প্রশানসের সূত্র থেকে জানা গেছে, রাজধানীতে গুরুত্বপূর্ণ সড়কগুলো শুক্রবার মাঝরাতের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে। জনসাধারণের চলাচলের রাস্তাও পরিবর্তন করা হবে। রাজধানীর বাইরে বেশি দুরত্বের উদ্দেশে কোনো বাস ছেড়ে যাবে না। ’

এদিকে শহরতলী এলাকার আন্দোলনকারীদের ৯১ জন নেতাকে অবরুদ্ধ করে রাখতে আদালতের নির্দেশ পেয়েছে পুলিশ।

অনুমতি ছাড়া মালয়েশিয়াতে প্রতিবাদ বা বিক্ষোভ প্রদর্শন বেআইনী। সড়কর‌্যালিও দেশটিতে খুবই বিরল। তবে সম্প্রতি দশ হাজারেরও বেশি মানুষ রাস্তায় বিক্ষোভ দেখালে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

দেশটির প্রথম সারির মানবাধিকার গ্রুপ সুয়ারাম দাবি করেছে, র‌্যালি শুরুর আগেই ১৯৩ জনকে আটক করেছে পুলিশ। অবশ্য তাদের বেশিরভাগকেই পরে ছেড়ে দেওয়া হয়।

আটক ২৬ জনের বিরুদ্ধে বেআইনী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে সর্বোচ্চ কয়েক মাস পর্যন্ত সাজা হতে পারে।

মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে ২০১৩ সালে। কিন্তু বিরোধী বেরসিহ ভোট কেনাবেচা ও জালভোট ঠেকাতে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে আসছে।

দ্য বেরসিহ ন্যাশনাল জোট প্রায় ৫০ বছর ধরে মালয়েশিয়ার ক্ষমতায় ছিল। তবে ২০০৮ সালে এক নজিরবিহীন নির্বাচনী ফলাফলে বিরোধী দল ক্ষমতায় আসীন হয়। এরপর তারা দেশটির রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।