ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পর পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
পর পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইকুয়েডর

ঢাকা: পর পর দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে।  

শুক্রবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩ মিনিট থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে এ ভূমিকম্প দু’টি আঘাত হানে।

ছয় মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে দেশটির রাজধানী কুইটোর থেকে ২২৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০কিলোমিটার গভীরে। অপর ভূমিকম্পটি তোসাগুয়া থেকে ৬১ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ১০ কিমি গভীরে। রিখটার স্কেলে দ্বিতীয় ভূ-কম্পনটির মাত্রা ছিলো ৫ দশমিক ৮।

শক্তিশালী এ দুই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আরএইচএস

*** ফের ভূমিকম্পে কাঁপলো ইকুয়েডর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।