ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোর তেল প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
মেক্সিকোর তেল প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ২৪  ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকোর উপসাগরীয় অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪জনে দাঁড়িয়েছে।

একই সঙ্গে আরও ১৯জনকে আশষঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) দেশটির জাতীয় তেল কোম্পানি ‘পেমেক্সে’র বরাত দিয়ে সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে স্থানীয় সময় বুধবার (২১ এপ্রিল) ভেরাক্রুজ প্রদেশে পেমেক্সের  তিনটি প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্তলেই তিনজনের মৃত্যু হয়। আর  আহত হন আরও ৬০জনের বেশি।
পেমেক্স বলছে, উপসাগরীয় অঞ্চলে কোয়াটজাকোলকস বন্দরের কাছে কোম্প‍ানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতেও ওই কোম্পানির একটি প্ল্যান্টে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়। ২০১৩ সালে পেমেক্সের সদর দফতরে বিস্ফোরণে ৩৭জনের প্রাণহানি ঘটে। আর ২০১২-এর সেপ্টেম্বরে এ সংখ্যা ছিলো ২৬জনে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এমএ/

**মেক্সিকোর তেল কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।