ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামাকে দত্তক দিতে চেয়েছিলেন বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ৮, ২০১১
ওবামাকে দত্তক দিতে চেয়েছিলেন বাবা-মা

লন্ডন: অভিবাসন ঝামেলা এড়াতে বারাক ওবামাকে স্যালভেশন আর্মির কাছে দত্তক দিতে চেয়েছিলেন তার বাবা-মা। সম্প্রতি একটি অভিবাসন নথিতে এমন তথ্য পাওয়া গেছে।



নথিতে জানা যায়, জন্মের মাত্র কয়েক মাস আগে ওবামার বাবা বারাক ওবামা সিনিয়র যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের গভীর পর্যবেক্ষণে ছিলেন। এক সঙ্গে দুই বিয়ে করেছেন বলে তাকে সন্দেহ করা হচ্ছিল।

১৯৬১ সালে হাওয়াইতে ওবামার বাবা, তখন তার বয়স মাত্র ২৪ বছর এক সাক্ষাতকারে বলেন, কেনিয়াতে তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন। বর্তমান স্ত্রী অ্যান ডানহ্যাম তখন ৫ মাসের গর্ভবতী।

হনুলুলুর অভিবাসন কার্যালয়ের একজন কর্মকর্তা লায়েল এইচ ডালিং লেখেন, আসল ঘটনা হলো ১৯৬১ সালে ডানহ্যাম তার সন্তানকে সৈন্যদের কাছে দত্তক দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন।

এর আগেই অবশ্য ওবামার বাবার অভিবাসন সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু কোনো কারণে দত্তক দেওয়ার বিষয়টি চোখ এড়িয়ে গিয়েছিল।
 
ওবামার বাবাকে নিয়ে লেখা একটি বইয়ে লেখক স্যালি জ্যাকব এ তথ্য উদঘাটন করেছেন। এ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি রবার্ট গিবস জ্যকবকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘ওবামা এ খবর জানতেন না যে তার মা তাকে দত্তক দিতে চেয়েছিলেন। ’

বারাক ওবামার বাবাকে নিয়ে ‘দ্য আদার বারাক: দ্য বল্ড অ্যান্ড রেকলেস লাইফ অব প্রেসিডেন্ট ওবামাস ফাদার’ নামে একটি বই লিখেছেন স্যালি জ্যাকব। সামনে সপ্তাহেই বইটি প্রকাশিত হতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।