ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে রেল লাইনচ্যূত: নিহত অন্তত ৩১

আন্তর্জতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
ভারতে রেল লাইনচ্যূত: নিহত অন্তত ৩১

দিল্লি: ভারতে একই সপ্তাহে ২য় বারের মতো রেল দুর্ঘটনায় রোববার কমপক্ষে ৩১ জন যাত্রী নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

উত্তর প্রদেশের ফতেহপুরের কাছে ১৩ বগিসহ কলকা মেইল লাইন চ্যূত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে কখন দুর্ঘটনাটি ঘটেছে, সংবাদ মাধ্যমটি উল্লেখ করেনি। খবর-বিবিসি-র।

সংবাদ মাধ্যম জানায়, ট্রেনটি কলকাতার হাওড়া থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওয়ানা দিয়েছিল। তবে কেন ট্রেনটি লাইন চ্যূত হলো, তা এখনো পরিস্কারভাবে জানা যায়নি।

 এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং উত্তর প্রদেশে ২য় বারের মতো রেল দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং রেল কর্তৃপক্ষকে সব ধরনের চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনার পর পরই সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ট্রেনের এক যাত্রী এক টেলিভিশন মাধ্যমকে বলেন, ‘আমরা আসনে বসে থাকার সময় হঠাৎ করে আমাদের বগি উপরে উঠে আবার নিচে পড়ে গেল। আমরা প্রাণে বাঁচতে জানালার কাচ ভেঙে নিচে লাফ দেই। ’

এবিষয়ে উত্তর প্রদেশের এক পুলিশ কর্মকর্তা বিরিজ লাল বলেন, ‘আমরা বগি কেটে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছি। ’

এ ঘটনায় রেলের চালকও আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।