ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে বিমান দুর্ঘটনায় নিহত ১২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১১
কঙ্গোতে বিমান দুর্ঘটনায় নিহত ১২৭

ব্রাজাভিল: কঙ্গোতে এক বিমান দুর্ঘটনায় ১২৭ জন আরোহী নিহত হয়েছেন বলে কঙ্গোর পরিবহন মন্ত্রণালয় হতে জানানো হয়েছে।

শুক্রবার কঙ্গোর গভীর জঙ্গলের ওপর দিয়ে যাবার সময় ঝড়ো আবহাওয়ার কারণে যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৫১ জন।

বিমান কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা বলেন, ‘বিমানটিতে ১১০ জন আরোহী ছিল। দুর্ঘটনায় মারা গেছে ৫৩ জন এবং বেঁচে গেছে ৫৭ জন। ’

কিন্তু পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘বিমান কর্তৃপক্ষ বিমান আরোহীর সংখ্যা অল্প করে বলছে। ’

আফ্রিকার দেশগুলোর মধ্যে কঙ্গোর বিমান সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে দুর্বল। যার কারণে ইউরোপিয় ইউনিয়নভূক্ত দেশগুলো বরাবরই কঙ্গোতে কোনও ফ্লাইট পরিচালনা করেনা।

হিউয়া বোরা এয়ারলাইনের প্রধান কর্মকর্তা স্ট্যাভরোস পাপিয়ানৌ বলেন,  ‘বিমানের পাইলট বিমানটিকে অবতারণের চেষ্টা করলেও বিমানটি রানওয়ে স্পর্শ করে নি। ’

বিমান সুরক্ষা সমস্যার কারণে এ পর্যন্ত ইউরোপিয় ইউনিয়ন যে কয়েকটি এয়ারলাইন কোম্পানিকে নিষিদ্ধ করেছে তার মধ্যে হিউয়া বোরা একটি।

বিগত তিন বছরের মধ্যে কঙ্গোতে এটা দ্বিতীয় মারাত্বক বিমান দুর্ঘটনা। এর আগে ২০০৮ সালে ডিসি-৯ নামের একটি বিমান কঙ্গোর দক্ষিণের শহর কঙ্গোলেসে ভূপাতিত হয়। ওই দুর্ঘটনায় মারা যায় ৪৪ জন আরোহী।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।