ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৪

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দু'টি স্থানে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (২৪ এপ্রিল) হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, শনিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে বাগদাদের আল-হুসাইনিয়ার এলাকার পূর্বে এবং আরব জাবুরের দক্ষিণে অবস্থিত নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। এ ছাড়া দু’টি স্থানে প্রায় একই সময়ে এ হামলার ঘটনা ঘটে।  

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করে বিবৃতি দেয়নি কোনো জঙ্গি গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬/আপডেট: ১৫২৪ ঘণ্টা
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।