ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করাচি দাঙ্গা: জেল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১১
করাচি দাঙ্গা: জেল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

করাচি: করাচিতে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের কারাগারগুলো থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।

শনিবার পাকিস্তানের মুসলিম লীগ প্রধান পীর পাগারার সঙ্গে আলোচনা শেষে মালিক বলেন, ‘করাচির ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে এবং তথ্য সংগ্রহের জন্য জেলেও অভিযান চালানো হবে।



সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকার জনগণের দুর্দশা সম্পর্কে যথেষ্ট সচেতন রয়েছে। পরিস্থিতি  নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’ আর সমূলে সন্ত্রাস উচ্ছেদ না করা পর্যন্ত সরকার সন্ত্রাসীদের তাড়া করে যাবে বলেও তিনি জানান।

তবে মুসলিম লীগ প্রধান পীর পাগারা বলেছেন, করাচির পরিস্থিতি নিয়ে খুব আশাবাদী নন।

তিনি বলেন, ‘করাচিতে আইনের শাসন ফিরিয়ে আনতে সরকারের সেনাবাহিনী পাঠানো উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।