ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে গোষ্ঠীগত দাঙ্গায় নিহতের সংখ্য বেড়ে ১০২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০১১
করাচিতে গোষ্ঠীগত দাঙ্গায় নিহতের সংখ্য বেড়ে ১০২

করাচি: করাচিতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে চলমান দাঙ্গার পঞ্চম দিন শনিবার নিহতের সংখ্যা ১০২ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাতভর গোলাগুলিতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।



গত শুক্রবার সকালের দিকে সিন্ধুর প্রাদেশিক সরকার রেঞ্জারদের পুলিশ কর্মকর্তাদের সমান ক্ষমতা দিয়ে সন্ত্রাসীদের দমন করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতির মোটেও কোনো উন্নতি হয়নি। গোলাগুলি এবং হতাহতের ঘটনা ঘটেই চলেছে।

শুক্রবারের সহিংসতায় কাসবা কলোনি এবং এর আশপাশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। পরে সহিংসতা এখান থেকে শহরের দক্ষিণ ও পূর্বাংশেও ছড়িয়ে পড়েছে। দাঙ্গায় রকেট ও গ্রেনেড ব্যবহারের খবরও পাওয়া গেছে।

এদিন বিচ্ছিন্ন সশস্ত্র হামলায় আলিগড় কলোনিতে ৮টি দোকান এবং খারাদারে একটি বাণিজ্যিক কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়। কাসবার অধিবাসীরা জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন।

সিন্ধ– রেঞ্জারের একজন মুখপাত্র জানান, আধাসামরিক বাহিনীর সদস্যরা কয়েকশ’ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করেছে।

এদিকে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শারাফুদ্দিন মেনন জানান, শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অনেককেই অস্ত্রসহ ধরা হয়েছে।

আধাসামরিক বাহিনী ওই এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং তারা শহরের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বলে তিনি জানান। ওই এলাকার অধিবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে বলেও স্বীকার করেন মেনন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।