ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

কর্নাটকে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
কর্নাটকে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

ঢাকা: ভারতের কর্নাটক রাজ্যে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নয় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সোমবার (২৫ এপ্রিল) রাতে কর্নাটক রাজ্যের কোপ্পাল এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকাশাকে (স্থানীয় নাম-‘টম টম’) ধাক্কা দেয় বিপরীতমুখী একটি লরি। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান ১১ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে লরিটির চালক।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।