ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

‘বিরল’ পার্টি কংগ্রেসের আয়োজন পিয়ংইয়ংয়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
‘বিরল’ পার্টি কংগ্রেসের আয়োজন পিয়ংইয়ংয়ের ছবি: সংগ্রহীত

ঢাকা: গত ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মত দলীয় সম্মেলন বা পার্টি কংগ্রেসের আয়োজন করতে যাচ্ছে উত্তর কোরিয়ার একমাত্র রাজনৈতিক দল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি।

আগামী ৬ মে রাজধানী পিয়ংইয়ংয়ে শুরু হবে এই কংগ্রেস।

অবশ্য বুধবার ( ২৭ এপ্রিল) সম্মেলনের ঘোষণা দেয়া হলেও এ ব্যাপারে আর কিছু জানায়নি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

কমিউনিস্ট শাসিত দেশটির নীতি নির্ধারণী ক্ষেত্রে বড়সড় কোনো পরিবর্তনের অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে উত্তর কোরিয়া পঞ্চম বারের মত পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই।

সাধারণত বড় ধরনের কোনো রাজনৈতিক কার্যক্রমের সময়ই নাটকীয় সামরিক পরীক্ষা চালায় দেশটি।

সর্বশেষ গত জানুয়ারিতে পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ সময় মহাকাশে স্যাটেলাইটও উৎক্ষেপণ করে তারা।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮০ সালের অক্টোবর মাসে, বর্তমান নেতা কিম জং উনের জন্মেরও আগে।

চার দিন ব্যাপী ওই সম্মেলনেই কিম জং উনের পিতা কিম জং ইলকে তৎকালীন নেতা কিম ইল সুংয়ের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা দেয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।