ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যত ভোট, তত কাঁঠাল গাছ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, এপ্রিল ২৯, ২০১৬
যত ভোট, তত কাঁঠাল গাছ!

ঢাকা: আগামী ১৬ এপ্রিল ভারতের কেরল রাজ্যের বিধানসভার নির্বাচন। আর  এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

এমন কি কাঁঠাল গাছ লাগানোর মতো প্রতিশ্রুতিও দিয়েছেন একজন।

সম্প্রতি কেরলের সাবেক মন্ত্রী থমাস আইজ্যাক প্রতিশ্রুতি হিসেবে এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

থমাস আইজ্যাকের ঘোষণা- তিনি যদি ভোটে জেতেন, তাহলে যত ভোটে জিতবেন, ততগুলো কাঁঠাল গাছ লাগাবেন। আলাপ্পুঝাকে কার্বন মুক্ত জেলা গঠনের জন্য তার এই প্রতিশ্রুতি।

মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে ১০ হাজার কাঁঠাল গাছ লাগানোর ঘোষণা  দিয়েছিলেন তিনি। তবে বিরোধী পক্ষের তোপের মুখে পড়ে তিনি একটি মাত্র কাঁঠাল গাছ লাগিয়ে মনোনয়ন পত্র জমা দেন ।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।