ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমসহ গ্রেপ্তার ১৬’শর বেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমসহ গ্রেপ্তার ১৬’শর বেশি

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভরত সাড়ে ১৬’শ এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ কর্তৃপক্ষ।

দেশটির এক পুলিশ কর্মকর্তার ফেসবুক পাতায় দেওয়া হালনাগাদ খবরে জানা গেছে, ‘আটকদের মধ্যে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম এবং তার সঙ্গে থাকা একাধিক সংসদ সদস্যও রয়েছেন।



আটকদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, দেশটির সবচেয়ে বড় বিরোধী দল প্যান মালয়েশিয়া ইসলামিক পার্টির (পিএএস) প্রেসিডেন্ট আবদুল হাদী আওয়াং, বিক্ষোভ আয়োজনকারী জোট বারসিহের নেতা আমবিগা শ্রীনিবাস।

শনিবার সকালে হাজার হাজার মানুষ রাজধানী কুয়ালালামপুরের রাস্তায় নেমে বিক্ষোভ করলে পুলিশ তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস এবং জলকামান ব্যবহার করে।

এ সময় প্রায় ৮ হাজার বিক্ষোভকারী পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। টিয়ার সেল হাতে তুলে পুলিশের দিকে ছুঁড়ে মারতে তাদের দেখা গেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা প্রতিবাদ মিছিল মেরদেকা স্টেডিয়ামে করার কথা ছিল। কিন্তু সরকার ক্ষমতায় থাকা  ক্ষমতাসীন দল পাল্টা মিছিল বের করার ঘোষণা দিলে বিক্ষোভকারীরা মিছিলটি রাজপথেই করে।

মালয়েশিয়ার জাতীয় নির্বাচন হবার কথা আগামী ২০১৩ সালে। কিন্তু সরকার বিরোধী জোট বেরসিহ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক সংস্কারের দাবি করে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।