ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে জাওয়াহিরির তথ্য চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
যুক্তরাষ্ট্রের কাছে জাওয়াহিরির তথ্য চায় পাকিস্তান

ইসলামাবাদ: আল-কায়েদার নতুন প্রধান আয়মান আল-জাওয়াহিরির বিষয়ে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে পাকিস্তান।

রোববার পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ জাওয়াহিরির বিষয়ে গোয়েন্দা তথ্য আমাদের সরবরাহ করবে।

’ এতে আরও বলা হয়, ‘এসব তথ্য পেলে পাকিস্তানি সেনাাবাহিনীর পক্ষে জাওয়াহিরি এবং অন্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সহজ হবে। ’

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেন, ‘আল-জাওয়াহিরিকে খুঁজে বের করবে পাকিস্তান, এটাই যুক্তরাষ্ট্র চায়। ’ ধারণা করা হচ্ছে, আল-কায়েদার নতুন প্রধান আল-জাওয়াহিরি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের তালেবান অধ্যুষিত অঞ্চলে লুকিয়ে আছেন।

ওই বিবৃতিতে আরো বলা হয়, দেশটি এরই মধ্যে জনগণের নিরাপত্তার জন্য হুমকি জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।