ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

১ ডলারে বিক্রি হচ্ছে হ্যাকড মেইল আইডি!

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ৫, ২০১৬
১ ডলারে বিক্রি হচ্ছে হ্যাকড মেইল আইডি!

ঢাকা: বর্তমান সময়ে ই-মেইল আইডি ছাড়া জীবন-যাপন যেন ভাবাই কঠিন। কেননা মেইল আইডিতে সংরক্ষিত থাকে মূল্যবান পাসওয়ার্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব নথি।

আর এই মেইল আইডি হ্যাক করে এক ডলারে বিক্রি করছে হ্যাকাররা।

বৃহস্পতিবার (০৫ মে) যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা হোল্ড সিকিউরিটি’র এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংস্থার প্রধান অ্যালেক্স হোল্ডেন জানান, প্রায় ২৮ কোটি মেইল অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড, ই-মেইল আইডি ও ওয়েবসাইট নিয়ে ব্যবসা চালাচ্ছে হ্যাকাররা। তার দাবি রাশিয়ার আন্ডার ওয়ার্ল্ডের হ্যাকাররা এ কাজ করছে।

হ্যাকাররা ওইসব মেইল আইডি বিক্রি করছে ১ ডলারেরও কম দামে। হ্যাকড হওয়া ই-মেইল আইডিগুলোর মধ্যে গুগল, ইয়াহু, মাইক্রোসফট ও রাশিয়ার জনপ্রিয় মেল সার্ভিস মেইল আরইউও রয়েছে বলেন জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।