ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের বাট্টাগ্রামে আত্মঘাতী হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
পাকিস্তানের বাট্টাগ্রামে আত্মঘাতী হামলায় নিহত ৬

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তরাঞ্চলের বাট্টাগ্রামে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৯ জন বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।

সোমবার পাকিস্তান মুসলিম লীগ কাওয়েদ পার্টির(পিএলএম-কিউ) র‌্যালিতে এ বোমা হামলা হয়।

পিএলএম-কিউ বর্তমান জোট সরকারের অন্যতম শরীক দল। র‌্যালি পার্টির সিনিয়র নেতা আমির মোকামের জন্য অপেক্ষা করছিলো। আমির মোকাম ছিলেন সাবেক অভ্যন্তরীন মন্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী র‌্যালির সুরক্ষা কাজে নিয়োজিত পুলিশের কাছে গিয়ে বোমাটি ফাটিয়ে দেয়। ’

বাট্টাগ্রাম পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই হামলায় অন্তত ছয় জন মারা গেছেন। এরমধ্যে তিনজনই পুলিশ সদস্য। আহতদের নিকটতম হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ’
 
আমির মুকাম সুস্থ এবং নিরাপদ আছেন। আত্মঘাতী হামলার সময় তিনি সেখানে ছিলেন না বলে নিশ্চিত করেছে পিএলএম-কিউ পার্টি কর্মীরা।

এখন পর্যন্ত এই হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। যদিও এ ধরণের আত্মঘাতী হামলার জন্য তালেবানদেরই দায়ী করা হয়।

বাংলাদেশ সশয়: ১৩০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।