ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাইপ্রাসের নৌঘাটিতে বিস্ফোরণ: নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
সাইপ্রাসের নৌঘাটিতে বিস্ফোরণ: নিহত ১০

নিকোশিয়া: সাইপ্রাসের দক্ষিণে একটি নৌঘাটিতে বিস্ফোরণে নিহত হয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন অনেকে। সোমবার সকালে ভূমধ্যসাগরীয় দ্বীপ জাইজিতে এ ঘটনা ঘটে।

আহতদের নিকোশিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

‘নৌঘাটিটিতে ৯৮ কন্টেইনার গান পাউডার ছিলো। এদের মধ্যে দুই কন্টেইনারে আগুন ধরে গেলে এই ভয়াবহ বিস্ফোরণ হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ। ’

ভোর ছয়টার দিকে এ বিস্ফোরণ হয়। এঘটনায় নৌঘাটি পার্শ্ববর্তী বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্থ হয়। পুরো দ্বীপের বিদ্যুৎ সরবরাহ এখন পর্যন্ত বন্ধ আছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘বিস্ফোরণ স্থলে কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ’
 
এই বিস্ফোরণে আশপাশ অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় তিন কিলোমিটার দুরে থাকা একটি বাড়ি এবং একটি রেস্টুরেন্টের দরজা জানলা বিস্ফোরণের ধাক্কায় উড়ে গেছে।
 
এক প্রত্যক্ষদর্শীর মতে, ‘ওই এলাকাটিকে মনে হচ্ছিল যেন বিশাল কোনো বোমার বিস্ফোরণ ঘটেছে ওখানে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।