ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভোলগা নদীতে নৌকাডুবিতে নিহত ১১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
ভোলগা নদীতে নৌকাডুবিতে নিহত ১১০

তাতারস্তান: রাশিয়ার ভোলগা নদীতে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে ১১০ জন। নিহতদের বেশিরভাগই শিশু।



রাজধানী মস্কো থেকে ৭৫০ কিলোমিটার পূর্বে তাতারস্তানে ভোলগা নদীতে একটি পর্যটন নৌকা ডুবে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

১৩ জনের মৃত্যু খবর নিশ্চিত করা হলেও বলা হচ্ছে ডুবুরিরা ডুবে যাওয়া নৌকাটির ভেতরে আরও অনেক লাশ দেখতে পেয়েছে।

বুলগেরিয়া নামের দ্বিতল ওই নৌকাটি আঞ্চলিক রাজধানী কাজান অভিমুখে নাবিকসহ ১৯৬ জন আরোহী নিয়ে যাচ্ছিল। রোববার এটি মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে।

খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি এবং অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই ৫৫ বছরের পুরোনো এই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় একটি পর্যটন কোম্পানির ভাড়া করা নৌকাটি রোববার দুপুরের দিকে রওয়ানা দেয় এবং যাত্রার মাত্র কয়েক মিনিটের মাথায় নদীর প্রশস্ততম জায়গায় গিয়ে ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
 
সোমবার প্রায় অর্ধশত ডুবুরি কুয়াশাচ্ছন্ন নদীতে লাশ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। ডুবে যাওয়া নৌকাটির ভেতরে অনেক লাশ দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যমগুলো।

ভোলগা অঞ্চলের জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান আইগর পানসিন একটি টেলিভিশন চ্যানেলে বলেন, ‘পানির নিচ থেকে ডুবুরিরা আশা জাগানোর মতো কিছু বলবে বলে ভেবেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কোনো তথ্যই আসলো না। ’ ডুবুরিরা ভেতরে আরো ফেলে শুধু মৃতদেহই দেখতে পেয়েছে বলে জানান তিনি।

কাইকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীন। তা সত্ত্বেও সাঁতরে আশ্রয় নিয়ে থকতে পারে এ আশায় কেন্দ্রীয় জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রী সেরগেই সইগু নিকটবর্তী দ্বীপগুলোতে অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছেন।

সরকার এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এ মর্মান্তিক ঘটনার পেছনে কর্তৃপক্ষের অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

রাশিয়ার গণমাধ্যমের দেয়া তথ্য মতে, নৌকাটিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেওয়া হয়েছিল। অধিকন্তু এর দু‘টি ইঞ্জিনের একটি বিকল হয়ে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।