ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে মার্কিন ও ফরাসি দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
দামেস্কে মার্কিন ও ফরাসি দূতাবাসে হামলা

দামেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকরা সোমবার রাজধানী দামেস্কে মার্কিন ও ফরাসি দূতাবাসে হামলা চালিয়েছে। কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন।



দূতাবাসের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, হামলাকারীরা দূতাবাসে ভাঙচুর চালিয়েছে। জানাগুলো ভেঙে ফেলেছে। হামলার পর সেখানে সিরিয়ার পতাকা উড়ানো হয়। তবে কেউ হতাহত হয়নি।

এর আগে ফরাসি দূতাবাসের নিরাপত্তারক্ষীরা আসাদের অনুগতদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে।

শুক্রবার কেন্দ্রীয় শহর হামাতে বড় ধরণের সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মার্কিন এবং ফরাসি রাষ্ট্রদূতরা হামা পরিদর্শনে যাওয়ার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।  

সিরিয়ার ক্ষমতাসীন সরকার দেশটির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় সংলাপের ডাক দিয়েছে। কিন্তু বিরোধী নেতারা আসাদের আহুত ওই সংলাপে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। সরকারের বিশ্বাস ওই সংলাপ দেশটির চারমাস ধরে চলা অচলাবস্থার অবসান ঘটাবে।

মানবাধিকার গ্রুপগুলো বলছে, মধ্য মার্চ থেকে চলা সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৩৫০ নিরাপত্তাকর্মীসহ এক হাজার ৪০০ জন বেসামরিক বক্তি প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।