ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আরও একটি গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
ইরাকে আরও একটি গণকবরের সন্ধান

সানাফিয়াহ: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে আরও একটি গণকবরে ২২২টি মৃত দেহের সন্ধান পাওয়া গেছে।   রোববার ইরাকি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।


 
ধারণা করা হচ্ছে, ১৯৮৭ সালে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে কুর্দিদের হত্যা করে এখানে মাটি চাপা দেওয়া হয়েছিল।

গণকবর বিষয়ে দায়িত্বরত মানবাধিকার কর্মকর্তা করিম জিয়াদ গণকবরের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন, মৃতদেহগুলো নাজাফ প্রদেশের মর্গে পাঠানো হয়েছে।

গত বুধবার সানাফিয়াহ অঞ্চলের দিওয়ানিয়াহ শহরের কাছে আরও একটি গণকবর পাওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এই গণকবরে ৯০০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।

জিয়াদ আরো জানান, ৬টি গর্ত বিশিষ্ট এই গণকবরের  লাশগুলোর বেশিরভাগের শরীরেই গুলির চিহ্ন পাওয়া গেছে। এরা প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে সংগঠিত কুর্দি হত্যাকাণ্ডের শিকার।

সাদ্দাম হোসেনের শাসনামলে সংগঠিত কুর্দি হত্যাকাণ্ডের গণকবর অনুসন্ধানের বিষয়ে তদন্তরত প্রাদেশিক সততা ও জবাদিহিতা কমিশনের প্রধান দাখিল সৈয়দ জানান, তিনি এখানে ১৭টি গর্ত থাকার কথা শুনেছেন। এই কবরে আরো ১০০টি মৃতদেহ থাকতে পারে বলে জানান দাখিল।

ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিয়া আল-সুদানি জানান, ‘আমাদের কাছে ৮৪টি গণকবরের তালিকা রয়েছে। আমরা এ পর্যন্ত ৩৪টির কাজ শেষ করেছি। ’      

সাদ্দাম হোসেনের সরকারের কঠোর সমালোচনা এবং বিরোধীতা করার জন্য সে সময়ে কুর্দিদের ব্যাপক হারে হত্যা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।