ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে মন্ত্রিসভায় বড় পরিবর্তন, তৃণমূল পেল দুটি মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১১
ভারতে মন্ত্রিসভায় বড় পরিবর্তন, তৃণমূল পেল দুটি মন্ত্রণালয়

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় বড় ধরনের রদ-বদল হয়েছে। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাতজন মন্ত্রী।

একইসঙ্গে মন্ত্রিসভায় আটটি নতুন মুখ আনা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় নবনিযুক্ত মন্ত্রীরা শপথ নেন।

জয়রাম রমেশকে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর নতুন পরিবেশমন্ত্রী হলেন সোনিয়া ঘনিষ্ঠ জয়ন্তী নটরাজন। আর আইনমন্ত্রী বীরাপ্পা মইলির জায়গায় এসেছেন সালমান খুরশীদ।

তৃণমূল কংগ্রেস নেতা দিনেশ ত্রিবেদিকে রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায় রেলমন্ত্রীর পদটি শূন্য ছিল।

তবে মনমোহন অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন করেননি।

বিশ্লেষকদের ধারণা, ক্ষমতাসীন দল কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশে মন্ত্রিসভায় এ পরিবর্তন আনা হলো। এ পরিবর্তনে মন্ত্রিসভায় এসেছে আটটি নতুন মুখ। আর সাত জন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাতিল করলেন মনমোহন সিংহ।

আরেক তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় যোগদান করলেন। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বেণীপ্রসাদ ভার্মা পেয়েছেন ইস্পাত মন্ত্রণালয়ের দায়িত্ব। পদত্যাগের সময় মুরলী দেওরা তার ছেলে মিলিন্দ দেওরার নাম সুপারিশ করেন। সে অনুযায়ী মিলিন্দ পেয়েছেন তথ্যপ্রযুক্তি দপ্তর।

এছাড়াও পবন সিংহ ঘাটোয়ার উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয় দায়িত্ব এবং রাজীব শুক্লা সংসদ বিষয়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।